Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমান।

আপডেট : ০২ জুন ২০১৯, ০৩:৪২ পিএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ।ওভালে আজ রোববার বিকেল সাড়ে ৩টায় সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে টাইগারদের ইনিংস শুরু করেন তামিম ইকবাল।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। উইকেট দেখে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ইংল্যান্ডে বিপক্ষে প্রথম ম্যাচে চোট পাওয়া দক্ষিণ আফ্রিকার অন্যতম খেলোয়াড় হাশিম আমলা আজকের ম্যাচে খেলতে পারছেন না।

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১০৪ রানের বড় ব্যবধানে হারা দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে চাপে রয়েছে। অন্যদিকে আত্মবিশ্বাস নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে খেলার কথা জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার দল : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), অ্যাইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ৪. রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, অ্যান্ডি ফেলুকাওয়ে, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির।

   

About

Popular Links

x