Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারত ও বিরাটকে সমর্থন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার ম্যুলারের

ভারতের জার্সি গায়ে সোমবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন তিনি

আপডেট : ০৪ জুন ২০১৯, ০৭:৩৬ পিএম

ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং বিরাট কোহলিকে সমর্থন জানিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার টমাস ম্যুলার।

সোমবার এক টুইটবার্তায় ক্রিকেট বিশ্বকাপে ভারতের প্রতি সমর্থন জানান ম্যুলার। টুইটারে এই পোস্টে ব্যাট হাতে ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে একটি ছবিও দিয়েছেন তিনি। ইন্ডিয়া টুডে'র এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

টুইটবার্তায় ভারতের প্রতি সমর্থন জানালেও বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের শুভকামনাও জানিয়েছেন ম্যুলার। তবে, সেখানে বিশেষ করে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং ২ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতি তার সমর্থনের কথা উল্লেখ করেছেন তিনি।


টুইটারে ২৯ বছর বয়সী বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড লিখেছেন, "২০১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া সবার আমার শুভকামনা। বিশেষ করে আমার প্রার্থনা থাকবে ভারতের অধিনায়ক বিরাট কোহলির জন্য। সে জার্মানি জাতীয় দলের ভক্ত, অনেকবার জার্মানিকে সমর্থন জানিয়েছে সে"।

উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর বিরাট কোহলি জানিয়েছিলেন ভারতের বাইরেও তার দলের অগনিত সমর্থক রয়েছে। এটাই  ম্যুলার এই টুইট যেন তার কথাকেই প্রমাণ করলো।

প্রসঙ্গতঃ বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

   

About

Popular Links

x