প্রথমবারের মতো আয়োজিত উয়েফা নেশনস লীগের শিরোপা জিতেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
রবিবার নেদারল্যান্ডসকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে মতো আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বাদ পেলেন রোনালদো ও তার ভক্তরা।
সেমিফাইনালে হ্যাটট্রিকের দেখা পেলেও ফাইনালে নিজেকে মেলে ধরতে পারেননি পর্তুগিজ সুপারস্টার রোনালদো। ম্যাচের ৬০ মিনিটে নেদারল্যান্ডসের জালে পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন গঞ্জালো গুইদেস।
জয়ের পর পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্টোস বলেন, "এটি আমাদের জন্য একটি বড় অর্জন। এই জয় আজীবন পর্তুগিজ ফুটবলের অংশ হয়ে থাকবে"।