Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

ধোনিভক্তরা খাবেন বিনামূল্যে!

সেখানে মূলতঃ বাঙালি খাবারগুলোই পাওয়া যায়। যার দেয়ালের প্রায় সবটা জুড়েই চোখে পড়ে ধোনির পোস্টার।

আপডেট : ১২ জুন ২০১৯, ০৮:৫৬ পিএম

প্রিয় খেলোয়াড়দের জন্য ভক্তদের ভালোবাসা আর পাগলামির বহিঃপ্রকাশ কখনো কখনো সংজ্ঞায়িত করা কঠিন হয়ে পড়ে। পছন্দের খেলোয়াড়ের জন্য তারা এমন সব কাজ করে থাকেন যাকে একমাত্র ‘ভালোবাসা’ ছাড়া অন্যকিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না। এমন ঘটনা নতুন নয়, বরং নিয়মিত।

সেই ধারাবাহিকতায় ভারতীয় ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির এক পাগল ভক্ত তার রেস্টুরেন্টের নাম দিয়েছেন ‘এম এস ধোনি হোটেল’। শুধু তা-ই নয়, সেখানে যে কোনো ধোনিভক্ত খেতে পারবেন বিনামূল্যে। ‘’

ধোনির এই ভক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বাসিন্দা শম্ভু বোস। তিনি বলেন, “আসছে দূর্গা পূজায় আমার হোটেলের বয়স দুই বছর হতে যাচ্ছে। এখানকার সবাই আমার হোটেল খুব ভাল করেই চেনেন। আশপাশের যে কাউকে ‘ধোনি হোটেল’-এর কথা জিজ্ঞেস করুন, চোখ বন্ধ করে দেখিয়ে দেবে।”

এই ধোনিপ্রীতির কারণ জানতে চাইলে শম্ভু জানান, “তিনি সবার চেয়ে আলাদা। ছোটবেলা থেকেই আমি তার ভক্ত। কিংবদন্তিদের মতোই ক্রিকেট খেলেন তিনি। ধোনি আমার কাছে এক অনুপ্রেরণার নাম।”

শম্ভুর দোকানে মূলতঃ বাঙালি খাবারগুলোই পাওয়া যায়। যার দেয়ালের প্রায় সবটা জুড়েই চোখে পড়ে ধোনির পোস্টার।

 “শুধু দোকানেই নয়, বাড়ির দেয়ালেও একই অবস্থা,” জানান তিনি।

শম্ভুর ইচ্ছা জীবনে একবার ধোনির সঙ্গে দেখা করা। আর সেটা সম্ভব হলে ভাত-মাছ খেতে প্রিয় তারকাকে নিমন্ত্রণ করতে চান তার হোটেলে।

About

Popular Links