Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

রেস্টুরেন্টে ঝগড়ায় লিপ্ত হলেন আফগান ক্রিকেটাররা!

তবে আফগান অধিনায়ক গুলবাদিন নাইব সাংবাদিকদের কাছে বিষয়টি এড়িয়ে যান।

আপডেট : ১৯ জুন ২০১৯, ০৫:১৪ পিএম

ম্যানচেস্টারের একটি রেস্টেুরেন্টে আফগানিস্তানের বিশ্বকাপ ক্রিকেট দলের খেলোয়াড়দের ঝগড়া থামাতে ডাকতে হয়েছিল পুলিশ।

ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নামার আগের রাতে সোমবার (১৭ জুন) এ ঘটনা ঘটে। পরের দিন বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৫০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় আফগানিস্তান। এটি ছিল আসরে তাদের পঞ্চম হার।

বিবিসি জানায়, এক ব্যক্তি অনুমতি ছাড়া আফগান দলের ছবি তোলার পর ঘটনার সূত্রপাত। এক পর্যায়ে ছবি তোলা ব্যক্তির সঙ্গে আফগানিস্তান খেলোয়াড়রা বিবাদে জড়িয়ে পড়েন।

তবে ম্যাচের পর আফগান অধিনায়ক গুলবাদিন নাইব সাংবাদিকদের কাছে ওই ঘটনার কথা এড়িয়ে যান। বলেন, ওই ঘটনা সম্পর্কে তার কাছে নতুন কোনো তথ্য নেই।

তিনি দাবি করেন, ‘‘আমার কিছু জানা নেই। এ বিষয়ে আপনারা নিরাপত্তা কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। এটি আমার এবং দলের কাছে বড় কোনো ইস্যু নয়।’’

মঙ্গলবার সকালে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়- স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের পরপরই আকবর রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

   

About

Popular Links

x