শনিবার সেন্ত পিতার্সবুর্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ২-০ গোলে জিতেছে বেলজিয়াম। মাঠে ফিরে তমা মুনিয়ের গোলে শুরুতে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন এদেন আজার।
৩ মিনিট ৩৭ সেকেন্ডের মাথায় মুনিয়ের করা গোলটি বিশ্বকাপের ইতিহাসে বেলজিয়ামের দ্রুততম গোল।
Belgium beats England 2-0, finishing third place in the World Cup https://t.co/CgOfxgNZCd pic.twitter.com/Rag2LuM3bW
— CNN (@CNN) July 14, 2018
এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বেলজিয়াম। বল দখলে অবশ্য এগিয়ে ছিল ইংল্যান্ড; তবে বারবার ইংল্যান্ডের রক্ষণে ভাঙ্গার চেষ্টায় ছিল লুকাকু-এদেন আজাররা।
২৫তম মিনিটে প্রথম জোরালো আক্রমণে যায় ইংল্যান্ড। কিন্তু রাহিম স্টার্লিয়ের পাসে থেকে ১৬ গজ দূর থেকে হ্যারি কেইনের নেওয়া শটটি লক্ষ্যভ্রষ্ট হয়।
বিরতির পর অনেকটা গোছানো ফুটবল খেলে ইংল্যান্ড।
৮২তম মিনিটে দারুণ এক গোলে জয় নিশ্চিত করেন আজার। আসরে এটা তার তৃতীয় গোল।
বিশ্বকাপে বেলজিয়ামের এটাই সেরা সাফল্য। এর আগে ১৯৮৬ আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাদেরকে ৪-২ গোলে হারিয়েছিল ফ্রান্স।
আর এর আগে একবারই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলেছে ইংল্যান্ড। ১৯৯০ বিশ্বকাপের সে ম্যাচে ইতালির কাছে ২-১ গোলে হেরেছিল ইংলিশরা। এবারও কিছুটা খালি হাতে ফিরতে হয়েছে ইংলিশদের।