ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ব্রায়ান লারা নিয়ে মুম্বাইয়ের গ্লোবাল হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথার কারণে তিনি মঙ্গলবার (২৫ জুন) হাসপাতালে ভর্তি হয়েছেন বলে টুইটে জানিয়েছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি দেবে বলেও টুইটে জানায় এএনআই। বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল ব্রডকাস্টারদের জন্য ক্রিকেট এক্সপার্ট হিসেবে বর্তমানে লারা ভারতে অবস্থান করছেন।
টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ অপরাজিত ৪০০ রানের রেকর্ড রয়েছে ৫০ বয়স্ক লারার ঝুঁলিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৪ সালে এক ম্যাচে তিনি এই রান সংগ্রহ করেন। ২৯৯টি এক দিনের ম্যাচে লারার সংগ্রহে রয়েছে ১০,৪০৫ রান এবং গড় সংগ্রহ ৪০.৪৮।
কিংবদন্তি এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ১৩১টি টেস্ট ম্যাচ খেলে প্রায় ১২ হাজার রান সংগ্রহ করেছেন।
চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ- এইপিএল'রও এক্সপার্ট ব্রডকাস্টার হিসেবে ছিলেন ব্রায়ান লারা।