Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

মদরিচের অর্জনে গর্বিত রাকিতিচ

সতীর্থের ‘গোল্ডেন বল’ অর্জনে খুবই খুশি রাকিতিচ।

আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১০:২৮ পিএম

গোল্ডেন বল জিতেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদরিচ। আর এতে ভীষণ গর্বিত মদরিচের ক্রোয়েট সতীর্থ ইভান রাকিতিচ। ক্লাব ফুটবলে যদিও দুই জন দুই ক্লাবের হয়ে খেলেন। মদরিচ খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে, আর বার্সেলোনার হয়ে মাঠে নামেন রাকিতিচ।

রোববার বিশ্বকাপ শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে ফ্রান্সের কাছে ৪-২ গোলে পরাজিত হয় ক্রোয়েশিয়া। ফাইনালের ম্যাচটিতে অবশ্য অন্যান্য ম্যাচের মতো জাদু দেখাতে পারেননি মদরিচ। কিন্তু, দলকে ফাইনালে তুলতে যথেষ্ট অবদান রেখেছেন এই ক্রোয়েট মিডফিল্ডার। বিষয়টি হয়তো ফিফার নজরও এড়ায়নি। ফলে, গোল্ডেন বল জিতেন ক্রোয়েট অধিনায়ক লুকা মদরিচ।

এদিকে, ফাইনালে হেরে গেলেও সতীর্থের ‘গোল্ডেন বল’ অর্জনে খুবই খুশি রাকিতিচ। ইনস্টাগ্রামে মদরিচের সঙ্গে নিজের ছবি পোস্ট করে ইভান রাকিতিচ লিখেছেন, “ভাই লুকা মদরিচ, তুমি জানো না কতোটা গর্বিত আমি।” 



   

About

Popular Links

x