চিকিৎসার জন্য জরুরি টাকার প্রয়োজন হওয়ায় নিজের বাড়ি বিক্রি করতে চান বাংলাদেশ জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলা মোশাররফ হোসেন রুবেল।
এই স্পিনার ব্রেইন টিউমারজনিত অসুস্থতায় ভুগছেন।
সিঙ্গাপুরে অবস্থান করা রুবেল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘‘এবার কেমোথেরাপির বিপক্ষে লড়াই করার পালা। চিকিৎসার জন্য ইতোমধ্যেই এক কোটি টাকা খরচ করেছি। কেমোথেরাপির জন্য আরও ৫০ লাখ টাকা প্রয়োজন।’’
তিনি ফেসবুকে আরও লেখেন, ‘‘এখন আমার ফ্ল্যাটটি বিক্রি করা প্রয়োজন। (১৫৫০ স্কয়ার ফিট) যদি কেউ আগ্রহী হন তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। শুধু আপনাদের দোয়াতেই আমি এখনো বেঁচে আছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। ধন্যবাদ।’’
এর আগে গত মার্চে জানা যায়, ৩৭ বছর বয়সী এ স্পিনার টিউমারে আক্রান্ত। ১৭ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয়।