শুক্রবার শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাও ও বার্সেলোনার মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়ায় লা লিগার এবারের আসর। এই ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে লা লিগা'র অফিসিয়াল ফেসবুক থেকে একটি পোস্ট দেওয়া হয়। তাতে লেখা হয়, "বাংলাদেশ! তোমাদের অধিনায়ক জামাল ভূঁইয়া অ্যাথলেটিক ক্লাব ও বার্সেলোনা ম্যাচে!"
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে লা লিগার ফেসবুক পোস্টের স্ক্রিনশট। ছবি: সংগৃহীত
এর কিছুক্ষণ আগে বাংলাদেশ অধিনায়কও নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্টে লেখেন, "লা লিগার নতুন মৌসুমের জন্য প্রস্তুত আপনারা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২ টা থেকে লা লিগার স্টুডিওতে ধারাভাষ্যে থাকছি আমি।"
এর আগেও গত মৌসুমের শেষদিকের দু'টি খেলায় ধারাভাষ্য দিয়েছিলেন জামাল। এই মৌসুমেও জাতীয় দল ও ক্লাব ফুটবলের ব্যস্ততা না বাড়লে লা লিগার অফিশিয়াল ফেসবুক পেজে নিয়মিত দেখা যাবে বাংলাদেশ অধিনায়ককে।