চলতি মাসের শুরুতে ৩ কোটি ৬০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে সেভিয়া থেকে বার্সেলোনায় নাম লেখান ডিফেন্ডার লংলে।
বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়ে বার্সা টিভিকে লংলে জানান, “এখানে আসতে পেরে আমি খুবই খুশি। কারণ এখন আমাকে তাদের বিপক্ষে খেলতে হবে না”।
BREAKING: Clement Lenglet to FC Barcelona is a done deal. Tomorrow he will officially tell Sevilla that he's leaving. Barça will pay €35m+€3m as ad ons to Sevilla on Monday and the deal will be publicized on Thursday. [COPE].#lenglet pic.twitter.com/lVXuw96dhL
— 3fcbarca (@3fcbarca) June 30, 2018
মেসি সম্পর্কে ভালো ধারণা রাখেন লংলে, “মেসি বিশ্বের সেরা। তিনি সহজেই ম্যাচ নিয়ন্ত্রণ করেন। যে কোনো মুহূর্তে যেখান থেকে চান সেখান থেকেই তিনি গোল করতে পারেন”।
বার্সেলোনার সাথে খুব দ্রুত মানিয়ে নিবেন আশাবাদী লংলে। ফরাসি এই সেন্টার-ব্যাকের বিশ্বাস, বার্সেলোনা দলের খেলোয়াড়দের মান তার এই সময়টাকে সহজ করে তুলবে।
বার্সেলোনার খেলোয়াডের ব্যাপারে ভালো তথ্য রয়েছে লংলের, “আপনি যখন দারুণ সব খেলোয়াড়দের সঙ্গে খেলবেন, তখন মানিয়ে নেওয়ার ব্যাপারটা কিছুটা হলেও সহজ হয়ে ওঠে। এখানে প্রতিটি খেলোয়াড়ই শীর্ষ পর্যায়ের”।
বার্সার পরিবেশে মুগ্ধ লংলে। তাঁর মতে বার্সার চুক্তি সহজে ছাড়বেন না তিনি, “শহরটা কতটা অবিশ্বাস্য এটা সবাই আমাকে বলেছে। আর এই কারণে বার্সায় চুক্তি করলে আপনি কখনই ছেড়ে যেতে চাইবেন না”
?[FCB] | FC Barcelona announce the signing of Lenglet.
— BarcaTimes (@BarcaTimes) July 12, 2018
?Barça has paid the buy out clause for Clément Lenglet who is now no longer a Sevilla player. The clause’s value is 35.9M euros
?He'll sign a contract with the Club for next 5 seasons till 2023, His release clause 300M pic.twitter.com/dMang7dV34