বার্সেলোনার যুক্তরাষ্ট্র সফরের স্কোয়াডে নেই তারকা ফুটবলার লিওনেল মেসির নাম। শুধু মেসি নয়, নেই লুই সুয়ারেস, ফিলিপে কৌতিনিয়ো, জেরার্দ পিকে, সের্হিও বুসকেতস ও জর্ডি আলবাও-এর মতো তারকা ফুটবলারদের নামও। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলা কোনও বার্সা তারকার নামই নেই যুক্তরাষ্ট্র সফরে।
তবে ক্লাবের নতুন তারকা আর্থার মেলো ও ক্লেমেন্ট লেংলেট-এর নাম রয়েছে স্কোয়াডে। যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ খেলতে প্রাক মৌসুম সফরে যাচ্ছে বার্সেলোনা। মঙ্গলবার এই সফরে যাচ্ছে বার্সা। শনিবার আসন্ন টুর্নামেন্টে টটেনহ্যামের সঙ্গে খেলবে বার্সেলোনা। এর আগে পোর্টল্যান্ডে অনুশীলন করবে স্প্যানিশ জায়ান্টরা।
ক্লাব ফুটবলের ইতিহাসে এবারই প্রথম কোনও টুর্নামেন্টে নারী ও পুরুষ দল একই সঙ্গে অংশ নেবে। ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরটিতে রোমা ও এসি মিলানের বিপক্ষেও খেলবে বার্সেলোনা।