ব্রাজিলের স্বপ্ন জয়ের দলপতি তিতে। ২০১৬ সাল থেকে দলকে আগলে রেখেছেন তিনি। তাইতো রাশিয়া বিশ্বকাপের পর কোচ তিতের মেয়াদ বাড়ালো ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। আগামী ২০২২ বিশ্বকাপ পর্যন্ত দলের সাথে কাজ করবেন ব্রাজিল কোচ তিতে। ২০২২ কাতার বিশ্বকাপে তিতের হাত ধরেই এগিয়ে যাবে ব্রাজিল দল।
২০১৬ সালে যোগ দেওয়া তিতে ক্লাব ক্যারিয়ারে দেখেছিলেন সাফল্যের মুখ। করিন্থিয়ান্সের হয়ে দুটি শিরোপা সাফল্য এনে দিয়েছিলেন। কোপা লিবারতেদোরেস ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে তার সময়ে।
রাশিয়া বিশ্বকাপে তার অধীনেই ছিল ব্রাজিল ব্রাজিল। গ্রুপ পর্বে ভালো পারফর্মেন্স করে ব্রাজিল জায়গা করে নেয় শেষ আটে। কিন্তু স্বপন ভঙ্গ হয় কোয়ার্টার ফাইনালে এসে। বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে।
তাইতো কোচ তিতেকে পুনরায় রাখার ব্যাখ্যায় ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা দীর্ঘমেয়াদের ভিত্তিতে বিনিয়োগ করছি।’ তিতের সঙ্গে জেনারেল ম্যানেজার ইদুর মেয়াদও বাড়িয়েছে সিবিএফ।