ব্যক্তিগত কারণে ভারতের বিপক্ষে ২ টেস্ট ও ৩ ম্যাচ টি-২০ সিরিজে অংশ নিচ্ছেন না বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল।
প্রসঙ্গত, ৩০ বছর বয়সী এই ড্যাশিং ওপেনার চোটের কারণে গত সপ্তাহে জাতীয় ক্রিকেট লীগের দ্বিতীয় রাউন্ডের খেলার সময় মাঠে নামতে পারেননি। এমনকি শুক্রবার আসন্ন ভারত সিরিজ উপলক্ষে জাতীয় দলের ক্যাম্পে প্রথম দিনের অনুশীলনেও অংশ নিতে পারেননি তিনি।
৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলায় ৩ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।