শনিবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে আর্সেনালের কাছে ৫-১ গোলে হেরেছে প্যারিস সেন্ত জার্মেই। এ নিয়ে নতুন মৌসুম শুরু হওয়ার আগেই প্যারিস সেন্ত জার্মেই ম্যাচ হেরেছে টানা তিনটি।
গোল ডটকমের বরাতে জানা গেছে, ম্যাচটিতে আর্সেনালদের নেতৃত্ব দিয়েছেন কয়েক দিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া খেলোয়াড় মেসুত ওজিল। জার্মানির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে অবসর নেওয়ার পর আর্সেনালের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ওজিল। আর নতুন দায়িত্ব পেয়েই দলকে এগিয়ে নিয়ে গেছেন তিনি। খেলার ১৩ মিনিটের মাথায় পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে হার মানিয়ে বল জালে জড়ান সাবেক জার্মান ফুটবলার। খেলার ৬০ মিনিটের মাথায় ক্রিস্টোফার এনকুকুর গোলে সমতা ফিরিয়ে এনেছিল পিএসজি।
এরপর, দুই দলই মাঠে বড় ধরনের পরিবর্তন এনেছিল। কিন্তু, পরিবর্তনের খেসারত দিয়েছে পিএসজি, আর সুফল ভোগ করেছে আর্সেনাল। খেলার ৬৭ মিনিটের মাথায় বদলি হিসেবে নামা আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তে সমতা ভেঙে ২-১ গোলে এগিয়ে নিয়ে যান গানারদের। এর ৪ মিনিটের মাথায় আবারও গোল করেন ল্যাকাজেত্তে। ৮৭ মিনিটে চতুর্থ গোলটি করেন রব হোল্ডিং। পরবর্তীতে যোগ করা সময়ে পঞ্চম গোলটি করেন এনকেতিয়াহ।