Tuesday, June 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

শেখ রাসেল টেনিস ক্লাব কাপ টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার উড়ন্ত সূচনা

উদ্বোধনী খেলায় জয়লাভ করেন অস্ট্রেলিয়ার রিকি ভিনচেনজো জেইমি রবার্টসন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ০৬:২৫ পিএম

শেখ রাসেল আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় উড়ন্ত সূচনা করেছে অস্ট্রেলিয়া। 

বুধবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা সার্কিট হাউজ সংলগ্ন শেখ রাসেল টেনিস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় ৫-০ সেটে তাজিকিস্তানকে পরাজিত করেছে অজিরা।

উদ্বোধনী খেলায় জয়লাভ করেন অস্ট্রেলিয়ার রিকি ভিনচেনজো জেইমি রবার্টসন। তার প্রতিপক্ষ ছিলেন তাজিকিস্তানের ইসমাইলভ ঝাখোঙ্গির। তিনি খেলায় রিটায়ার্ড হার্ট হন।  

বিকেল ৩টায় খুলনা ইউনিভার্সিটি মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় ওয়াকভার পেয়ে জয়লাভ করেন কোরিয়ার জিনসেয়ুং সুন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্রেট ব্রিটেনের লওরন ড্যারেন শ।

   
Banner

About

Popular Links

x