Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

হিগুয়েইন মিলানে, বোনুচ্চি ফিরলেন জুভেন্টাসে

মিলান তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, ‘জুভেন্টাস ফুটবলার গনসালো হিগুয়েইন ও মাত্তিয়া কালদারাকে নিজেদের করে পাওয়ার খবর নিশ্চিত করছে এসি মিলান। একেবারে কিনে নেওয়ার সুযোগ হাতে রেখে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত হিগুয়েইনের সঙ্গে ধারে চুক্তি করেছে মিলান।’

আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ০১:০৯ পিএম

ইতালির দুই জায়ান্ট জুভেন্টাস ও এসি মিলান এ সপ্তাহের সেরা দলবদল সেরে ফেললো। দুইজনকে সান সিরোতে পাঠিয়ে একজনকে নিয়ে এলো তুরিনের ক্লাব। জুভেন্টাস থেকে মিলানে গেলেন  গনজালো হিগুয়েইন। আর মাত্তিয়া কালদারাকে দিয়ে লিওনার্দো বোনুচ্চিকে ফেরালো জুভেন্টাস।

গত কয়েক দিন ধরেই এই দলবদলের আভাস পাওয়া যাচ্ছিল। বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষা শেষে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে দুই দল। প্রাথমিকভাবে ধারে খেলতে ১৮ মিলিয়ন ইউরোতে মিলানে যোগ দিয়েছেন হিগুয়েইন। মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে স্থায়ী চুক্তির পথ খোলা রাখা হয়েছে।

মিলান তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, ‘জুভেন্টাস ফুটবলার গনসালো হিগুয়েইন ও মাত্তিয়া কালদারাকে নিজেদের করে পাওয়ার খবর নিশ্চিত করছে এসি মিলান। একেবারে কিনে নেওয়ার সুযোগ হাতে রেখে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত হিগুয়েইনের সঙ্গে ধারে চুক্তি করেছে মিলান।’

আটলান্টা থেকে জুভেন্টাসে যোগ দিয়ে মাত্র এক মাস ছিলেন কালদারা। তাকে মিলানের সঙ্গে অদলবদল করে বোনুচ্চিকে ফেরালো ওল্ড লেডিরা। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত মিলানে চুক্তি করেছেন কালদারা। এজন্য দুই দলকে কোনও টাকা=পয়সার লেনদেন করতে হয়নি।

এক বছর আগে মিলানে যাওয়া বোনুচ্চি ৫ বছরের জন্য পুরানো ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন। ২০১০ সালে ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে ক্যারিয়ার শুরু করে খ্যাতি কুড়ান তিনি। সেই প্রিয় ক্লাবে আবারও ফিরলেন ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার। 


   

About

Popular Links

x