বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে (বিপিএল) বাকি ম্যাচগুলো অনিশ্চিত হয়ে পড়েছে ঢাকা প্লাটুনের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে হাতে আঘাত পান মাশরাফি। এতে তার বাম হাতের তালুতে ১৪টি সেলাই পড়ে।
গতকাল ইনিংসের ১১তম ওভারে হাতে আঘাত পান মাশরাফি। মেহেদি হাসানের করা ওভারে কাভারে ফিল্ডিং করার সময় রাইলি রুশোর ব্যাটে লেগে ওঠা ক্যাচ ঝাঁপিয়ে তালুবন্দি করতে চেয়েছিলেন তিনি। ক্যাচটি ধরতে না পারলেও বাঁ হাতের তালুতে মারাত্মকভাবে আঘাত পান। বলের আঘাতে বাম হাতের অনেকখানি কেটে যাওয়ায় ওই সময়ই মাঠ ছেড়ে চলে যেতে হয় প্লাটুন অধিনায়ককে।
খেলার শেষে ঢাকা প্লাটুনের ব্যাটসম্যান এনামুল হক জানান, তিনি মাশরাফির হাতে দুই আঙুলের মাঝে ১০টি সেলাই দেওয়ার কথা শুনেছেন। পরে দলটির ম্যানেজার আহসানউল্লাহ হাসান ১৪টি সেলাইয়ের বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শেষ চারের প্লে-অফ ম্যাচের গুরুত্বপূর্ণ লড়াইয়ে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামবে ঢাকা।