Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারতে আসলে নিউজিল্যান্ডকে দেখিয়ে দেবেন কোহলি

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ৩য় দিনে নিশ্চিত হারের মুখে ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি ভারতীয় অধিনায়ক

আপডেট : ০৩ মার্চ ২০২০, ০৪:৩৮ পিএম

টেস্ট র‍্যাংকিংয়ের এক নম্বর দল ভারত। নিউজিল্যান্ড সফরের আগ পর্যন্ত ভারত ২৩টি একাধিক ম্যাচের সিরিজ খেলে ১৬টিতেই জিতেছে। সেই ভারতকেই মাটিতে নামিয়ে এনেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চে ২ টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে ৮ বছর পর কোনও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত।

দ্বিতীয় টেস্টের ৩য় দিনে নিশ্চিত হারের মুখে ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি ভারতীয় অধিনায়ক। অনেকটা আমাদের দেশের পাড়া-মহল্লার খেলোয়াড়দের মতো নিউজিল্যান্ডের খেলোয়াড়দের উদ্দেশে একটি মন্তব্য করে বসেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম "ইন্ডিয়ান এক্সপ্রেস" জানিয়েছে, স্লিপে ফিল্ডিংয়ের একপর্যায়ে সতীর্থদের উদ্দেশে চিৎকার করে কোহলি বলেন, "জাব ইন্ডিয়া মে ইয়ে লোগ আয়েঙ্গে, তাব দিখা দুঙ্গা (ভারতে এলে ওদের দেখিয়ে দেব)।"

এখানেই শেষ নয়। পুরো নিউজিল্যান্ড সফরজুড়েই বিভিন্ন কারণে সমালোচিত হয়েছেন বিরাট কোহলি। কেন উইলিয়ামসনের আউটের পর দৃষ্টিকটু উদযাপন এমনকি ভারত সমর্থকদের কাছেও সমালোচিত হয়েছে। এটা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের সাথেও বিবাদে জড়িয়েছেন ভারত অধিনায়ক।

এসবের পাশাপাশি ব্যাট হাতেও তেমন একটা কিছু করে দেখাতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ব্যাট হাতে নিউজিল্যান্ড সফরে সব ফরম্যাটে কোহলির ১১টি ইনিংস থেকে এসেছে ২১৮ রান। এর মধ্যে কোনও অর্ধশতক পর্যন্ত নেই।

উল্লেখ্য, টেস্ট সিরিজের আগে ৩ ম্যাচের ওয়ানডেতে সিরিজেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত।

About

Popular Links