Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

জুভেন্টাসের জার্সিতে রোনালদোকে দেখতে ভক্তদের অপেক্ষা আবারও বাড়ছে

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চুক্তি করার পর এখনও অভিষেক হয়নি রোনালদোর। ‘বি’ দলের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন, কিন্তু সেটা প্রতিযোগিতামূলক নয়। তবে জুভেন্টাসের জার্সিতে তাকে দেখার অপেক্ষার অবসান হওয়ার কথা ছিল শনিবার শিয়েভোর বিপক্ষে।

আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ০১:৫৭ পিএম

ইতালির জেনোয়াতে সড়ক সেতু ধসে ৩৯ জন নিহতের ঘটনায় সিরি আ’র প্রথম সপ্তাহের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে হয়েছে। শোনা যাচ্ছে শিয়েভোর বিপক্ষে জুভেন্টাসের প্রথম ম্যাচটিও অনুষ্ঠিত হবে না। এই ম্যাচ দিয়ে ক্লাবটিতে অভিষেক হওয়ার কথা ক্রিস্তিয়ানো রোনালদোর। ফলে জুভেন্টাসের হয়ে রোনালদোর খেলা দেখতে ভক্তদের অপেক্ষার প্রহর আবারও বাড়ছে। খবর গোল ডটকমের। 

রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চুক্তি করার পর এখনও অভিষেক হয়নি রোনালদোর। ‘বি’ দলের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিলেন, কিন্তু সেটা প্রতিযোগিতামূলক নয়। তবে জুভেন্টাসের জার্সিতে তাকে দেখার অপেক্ষার অবসান হওয়ার কথা ছিল শনিবার শিয়েভোর বিপক্ষে।

মঙ্গলবার সকালে ভারী বৃষ্টিপাতের কারণে জেনোয়া শহরে সড়ক সেতু ভেঙে প্রায় অর্ধশত মৃত্যুর ঘটনায় জরুরি অবস্থা জারি হয়েছে।

এই ঘটনায় শোক জানাতে ফিওরেন্তিনা-সাম্পদোরিয়া ও এসি মিলান-জেনোয়ার ম্যাচটি স্থগিত করা হয়েছে।

সাম্পদোরিয়া সভাপতি মাসিমো ফেরেরো বলেন, জুভেন্টাস সভাপতি আন্দ্রে আগনেলিও ম্যাচ না হওয়ার পক্ষে বলে জানিয়েছেন।

ম্যাচটি না হলে রোনালদোর অভিষেক হবে ২৫ আগস্ট লাৎসিওর বিপক্ষে। 


About

Popular Links