Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: বিশ্ব ও এশিয়া একাদশের মধ্যকার টি২০ সিরিজ স্থগিত

এছাড়া ১৮ মার্চ অনুষ্ঠিতব্য কনসার্টও অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে

আপডেট : ১১ মার্চ ২০২০, ০৭:২০ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ২১ ও ২২ মার্চ অনুষ্ঠিতব্য বিশ্ব ও এশিয়া একাদশের মধ্যকার টি২০ সিরিজ স্থগিত করা হয়েছে।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সম্ভাব্য ক্ষতি এড়াতে পূর্বসতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

তিনি বলেন, “পূর্বনির্ধারিত এই দু’টি ম্যাচ আয়োজনে আমরা কিছু সমস্যার মুখোমুখি হচ্ছি। সুতরাং আমরা এই ম্যাচগুলো আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী আপডেট পরে জানানো হবে।”

এছাড়া ১৮ মার্চ অনুষ্ঠিতব্য কনসার্টও অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে।

পাপন বলেন, “কনসার্ট সম্পর্কে আমাদের দু’টি বিকল্প ছিল। আমরা এটিকে আরও ছোট করে আয়োজন করতাম বা পিছিয়ে দিতাম। আমরা দ্বিতীয়টি বেছে নিয়েছি- আমরা কনসার্টটি অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করেছি। আমরা একমাস পরে পরবর্তী সিদ্ধান্ত নেবো।” 

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিবি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছে বলে জানান তিনি।

করোনাভাইরাসের কারণে করাচিতে পাকিস্তানের বিপক্ষে শেষ ধাপের ওয়ানডে ও টেস্ট ম্যাচটি বাতিল করা প্রসঙ্গে পাপন বলেন, “আমরা এবিষয়ে ভাবছি। আরও আলোচনার জন্য আমাদের আবারও বসা প্রয়োজন।”

   

About

Popular Links

x