Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: সর্বোচ্চ সতর্কতায় বিসিবি

বিসিবি’র প্রবেশপথে থাকা নিরাপত্তারক্ষী মামুন জানান, মারাত্মক এই ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে সম্ভাব্য সবধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৭:৩৭ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সবধরনের ক্রিকেট ইভেন্ট স্থগিত করা হয়েছে। তবে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ডেস্কভিত্তিক কাজের জন্য খোলা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে বিসিবি।

বিসিবি’র প্রবেশপথে থাকা নিরাপত্তারক্ষী মামুন জানান, মারাত্মক এই ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে কর্তৃপক্ষ সম্ভাব্য সবধরনের ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, “জরুরি কাজে যারা বিসিবি’তে আসবে তাদের সবাইকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কারের নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের নিরাপদে এবং জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন।”

এদিকে বুধবার (১৮ মার্চ) মিরপুর একাডেমি প্রাঙ্গণে কয়েকজন শীর্ষ ক্রিকেটারকে তাদের ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেছে।

জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মাদ মিথুন বলেন, “যেহেতু এখন কোনো খেলা নেই তাই আমরা নিজেদের ফিটনেসের প্রতি নজর দিচ্ছি এবং ভাইরাস থেকে নিরাপদ থাকতে আমরা বাসায় অবস্থান করাসহ জনসমাগম এড়িয়ে চলার চেষ্টা করছি।”

 

   

About

Popular Links

x