Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

এক বছর পেছালো টোকিও অলিম্পিক

চলতি বছরের ২৩ জুলাই শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক-২০২

আপডেট : ৩১ মার্চ ২০২০, ১২:২০ পিএম

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে টোকিও অলিম্পিক এক বছর পেছানো হয়েছে। চলতি বছরের ২৩ জুলাই টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রোধে এক বছর পিছিয়ে দেয়া হয় টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। 

আয়োজকরা সোমবার (৩০ মার্চ) জানান, উদ্বোধনী অনুষ্ঠান হবে ২০২১ সালের ২৩ জুলাই।

এ প্রসঙ্গে আয়োজক কমিটির সভাপতি ইউশিরো মোরি বলেন, "নতুন এ সময় নির্ধারিত হয়ে যাওয়ায় তাদের কাজে এখন গতি আসবে।"

এর আগে করোনাভাইরাস মহামারির কারণে গত সপ্তাহে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও জাপানের আয়োজকরা এ বছরের প্রতিযোগিতা ২০২১ সাল পর্যন্ত স্থগিত করে।

উল্লেখ্য এ বছরের ২৩ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী ২০২১ সালের ৮ আগস্ট টোকিও অলিম্পিকের সমাপনী অনুষ্ঠান হবে।

About

Popular Links