চলতি বর্ষা মৌসুমে কয়েকদিনের টানা বৃষ্টিপাতে কোমর সমান পানি জমেছে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের। করোনাভাইরাস মহামারির কারণে আন্তর্জাতিক এই স্টেডিয়ামটি পড়ে আছে অযত্নে-অবহেলায়।
ড্রেনেজ ব্যবস্থা খারাপ হওয়ার কারণে মাঠের পানি যেমন সরতে পারছে না, তেমনি বাইরের ময়লা পানি উপচে ঢুকেছে স্টেডিয়ামের ভেতরে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মূল্যবান এই স্থাপনাটি।
বুধবার (১৫ জুলাই) ফতুল্লা স্টেডিয়ামের এই করুণ দশার ছবি ক্যামেরাবন্দি করেছেন ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী মো. মানিক।
একসময় এখানে বসত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট আসর।