Monday, July 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: সপরিবারে কোয়ারেন্টিনে সৌরভ গাঙ্গুলি

সৌরভের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলির শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৭:০৪ পিএম

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলীর শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) স্নেহাশিসের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর সৌরভ গাঙ্গুলিসহ পরিবারের অন্য সদস্যদেরকেও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই’র এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্নেহাশিস গাঙ্গুলি বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

পিটিআই’র প্রতিবেদনে আরও বলা হয়, গত কয়েকদিন ধরে জ্বর থাকায় বুধবার স্নেহাশিসের কোভিড-১৯ পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, গত ৮ জুলাই সৌরভ গাঙ্গুলির জন্মদিন ছিল এবং সেখানে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। এজন্যই তাদেরকে সপরিবারে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

   
Banner

About

Popular Links

x