Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত রিয়াল মাদ্রিদের মারিয়ানো

তিনি নিশ্চিতভাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি খেলতে পারছেন না

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৬:০৬ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড মারিয়ানো দিয়াজ। বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন। তিনি সতীর্থদের সঙ্গে ট্রেনিংয়ে অংশ নেননি এবং ক্লাবের অন্য কারও সংস্পর্শে আসেননি।

মঙ্গলবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা।

ফলে তিনি নিশ্চিতভাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটি খেলতে পারছেন না।

মার্কা জানিয়েছে, স্প্যানিশ লিগ জেতার পর অন্যান্য খেলোয়াড়দের মতো মারিয়ানোও কয়েকদিনের বিশ্রামে ছিলেন। ছুটির পর সব খেলোয়াড়কে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা করা হয়, এতে মারিয়ানোর শরীরে সংক্রমণ ধরা পড়ে।

ফলে ক্লাব কর্তৃপক্ষ তাকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।

About

Popular Links