Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

অবসরের ঘোষণা দিলেন ধোনি

ক্রিকেট থেকে ধনির অবসর নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ক্রিকেট পাড়ায় জল্পনা চলছিল

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১০:১২ পিএম

সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

ইনস্টাগ্রাম পোস্টে ধোনি লেখেন, “আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। ৭টা ২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন।”

চলতি সপ্তাহে চেন্নাই সুপার কিংসের ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে চেন্নাই পৌঁছাতে দেখা গিয়েছে ধোনিকে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলা আইপিএলে সম্ভবত খেলতে পারেন ধোনি।

প্রসঙ্গত, ক্রিকেট থেকে ধনির অবসর নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই ক্রিকেট পাড়ায় জল্পনা চলছিল। তবে বরাবরই নিজের অবসর নেওয়ার কথা সন্তর্পণে এড়িয়ে যেতেন ক্যাপ্টেন কুল।

একবার এক ব্রিফিংয়ে অবসর নেওয়া নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হেসে উড়িয়ে দিয়ে ধোনি বলেছিলেন, “আপনি কি চান আমি অবসর নিই? আমায় দেখে কি আনফিট মনে হচ্ছে? আমি কি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকতে পারব?” ধোনির পাল্টা প্রশ্নবাণে জনৈক সাংবাদিক বলেছিলেন, “হ্যাঁ, নিশ্চয়ই!”

About

Popular Links