সাত জাতির সাফ সুজুকি কাপে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নেপালের কাছে ২-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচটি দেখতে গ্যালারি দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল।
নেপাল গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। আর পাকিস্তান হয়েছে রানার্সআপ।
গ্রুপ ‘বি’ থেকে শেষ চারে খেলবে মালদ্বীপ ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
গ্রুপপর্ব শেষে নেপাল, পাকিস্তান ও বাংলাদেশ- সব দলেরই পয়েন্ট দাঁড়ায় ছয়। কিন্তু গোল ব্যবধানে সেমিফাইনালের টিকিট পায় নেপাল ও পাকিস্তান।
ড্র করলেই শেষ চার নিশ্চিত- এমন সমীকরণ নিয়ে শনিবার খেলতে নেমে ম্যাচের ৩৩তম মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। শেষ মুহূর্তে ৯০তম মিনিটে এসে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা।
দুই বছর পরপর অনুষ্ঠিত এই প্রতিযোগিতা থেকে টানা চতুর্থবারের মতো গ্রুপপর্ব হতে বিদায় নিল বাংলাদেশ।
এবছর ভুটানের বিরুদ্ধে ২-০ গোলে জয় দিয়ে সাফ মিশন শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে আসে ১-০ গোলে জয়।
নেপাল তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১-২ গোলে হেরেছিল। তবে পরের ম্যাচে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দেয়।