Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত মাহমুদউল্লাহ রিয়াদ

ফলে পাকিস্তান সুপার লিগের পাশাপাশি আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০৯:১৩ এএম

বাংলাদেশের টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ফলে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফ রাউন্ডে অংশ নেওয়া হচ্ছে না তার।

পিএসএল এর পাশাপাশি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে।

রবিবার (৮ নভেম্বর) মাহমুদউল্লাহ রিয়াদের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে।

এদিকে, চলতি মাসের ২২ তারিখ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু হবে। করোনাভাইরাস থেকে মুক্ত হতে যদি মাহমুদউল্লাহর ১৪ দিনের প্রয়োজন হয়, তাহলে সিরিজের প্রথমদিকে তিনি অংশ নিতে পারবনে না।

তবে এটা একেবারেই নিশ্চিত যে, মাহমুদউল্লাহ এই মুহূর্তে ৯ নভেম্বর শুরু হওয়া খেলোয়াড়দের ফিটনেস টেস্টে অংশ নিতে পারছেন না। পিএসএল’এ মুলতান সুলতান্সের হয়ে খেলার কথা ছিল মাহমুদউল্লাহর।

   

About

Popular Links

x