৬০ বছর বয়সে ফুটবলের ঈশ্বর খ্যাত ডিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে শোকের ছায়া বইছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। ১৯৮৬ সালের বিশ্বকাপে প্রায় একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে এনে বিজয় এনে দেওয়া ম্যারাডোনা ক্রীড়াপ্রেমী মানুষের কাছে ছিলেন এক মহাতারকা। প্রিয় ডিয়াগোকে হারানোর বেদনায় কাতর আর্জেন্টিনায় ঘোষণা করা হয়েছে তিনদিনের শোক।
সেই শোকের প্রভাব পড়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপেও। তার স্মরণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেছেন জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী এবং বেক্সিমকো ঢাকা-গাজী গ্রুপ চট্টগ্রামের খেলোয়াড়রা।
দিনের প্রথম ম্যাচের (জেমকন খুলনা- মিনিস্টার গ্রুপ রাজশাহী) পর নীরবতা পালন করা হয়। সন্ধ্যার ম্যাচের জন্য তখন মাঠে উপস্থিত ছিলেন বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রামের খেলোয়াড়রা। প্রেসিডেন্টস বক্সে উপস্থিত বিসিবি কর্মকর্তারা, সাপোর্ট স্টাফ ও মাঠকর্মীসহ সবাই সম্মান জানান কিংবদন্তি এ ফুটবল জাদুকরকে। এসময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ফুটে ওঠে ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পর ট্রফি হাতে ম্যারাডোনার উল্লাসের ছবি।