কুয়ালালামপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল সালমা খাতুনের দল। গত ম্যাচের মতো আজকেও বোলিংয়ে দুর্দান্ত ছিল মেয়েরা। ৫ উইকেটে তুলে নিয়ে পাকিস্তানকে রুখে দিয়েছিল মাত্র ৯৫ রানে। জবাবে খেলতে নামা বাংলাদেশের ব্যাটসম্যানরা আজ আর কোনও ভুল করেনি। দলটা পাকিস্তান বলেই বুক চিতিয়ে লড়াই করেছে শেষ পর্যন্ত। ৭ ওভারে ২৫ রানে দুই উইকেট হারানো বাংলাদেশের হয়ে লড়াই করেছেন নিগার সুলগানা। ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন।
Bangladesh's Fahima Khatun picks up the player of the match award for her all-round performance against Pakistan!
— AsianCricketCouncil (@ACCMedia1) June 4, 2018
23*(19 balls) with the bat and 4(O)-18(R)-1(W) with the ball #BANvsPAK #ACC #WAC2018 pic.twitter.com/XnhzOiyWbG
ম্যাচসেরা ফাহিমাএছাড়া শুরুতে ওপেনার শামিমা সুলতানাও ছিলেন দায়িত্বশীল। নিদা দারের বলে ফেরার আগে করেছেন ৩১ রান। শেষ দিকে নিগার সুলতানার সঙ্গে ১৯ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন ফাহিমা খাতুন। এই দুইজনে ভর করে ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
ফাহিমা খাতুন
ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন ফাহিমা খাতুন। ৪ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে নেন ১ উইকেট। ২৩ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নাহিদা আক্তার। একটি করে নেন সালমা খাতুন ও রুমানা আহমেদ।