Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

চোট নিয়েও বিশ্বকাপ দলে সালাহ

২৮ বছর পর বিশ্বকাপে মিশর। তারপরও মিশরীয়দের চোখে ভালো কিছুর স্বপ্নকারণ দলে আছেন মোহাম্মদ সালাহর মতো একজন খেলোয়াড়। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুল ফরোয়ার্ডের ইনজুরিতে বড় ধাক্কা খেল তারা। তাতে কী! কাঁধের চোটে থাকলেও সালাহকে ২৩ জনের চূড়ান্ত দলে রেখে রাশিয়া যাচ্ছে মিশর।

আপডেট : ০৪ জুন ২০১৮, ০৯:০১ পিএম

২৮ জনের প্রাথমিক দল থেকে ৫ জনকে বাদ রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে মিশর। 

মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন কয়েক দিন আগে এক বিবৃতিতে জানায়চোটের কারণে সালাহ তিন সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকবেন না নিশ্চিত করেছেন দলের চিকিৎসক মোহাম্মদ আবু উলা।

এই সময়ের মধ্যে মিশর  গ্রুপে উরুগুয়ে ও রাশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। তবে গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে দেখা যেতে পারে সালাহকে। আর নকআউটে আফ্রিকান দলটি উঠলে তো এই ফরোয়ার্ডের সুযোগটা হবে আরও বেশি।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চোট পাওয়ার পর চিকিৎসা নিতে স্পেনের ভ্যালেন্সিয়া যান সালাহ। তারপর দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিলেও সেরে ওঠার জন্য পুরো দমে কাজ করে যাচ্ছেন তিনি।

১৫ জুন উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মিশর। তারপর রাশিয়া ও সৌদি আরবের মুখোমুখি হবে তারা।

মিশরের চূড়ান্ত দল:

গোলরক্ষক: এসাম এল হাদারিশেরিফ একরামিমোহাম্মদ এল শেনায়ি।

ডিফেন্ডার: আহমেদ ফাতেআহমেদ এল মোহাম্মাদীমোহাম্মদ আবদেল-শাফিআহমেদ হেগাজিওমর গাবেরআলি গাবরসাদ সামিরআয়মান আশরাফমাহমুদ হামদি।

মিডফিল্ডার: মোহাম্মদ এলনিনিআবদুল্লাহ সাইদশিকাবালাত্রেজিগেতরামাদান সোবাইতারেক হামিদকাহরাবাঅমর মোরসিমাহমুদ আবদেল আজিজ।

ফরোয়ার্ড: মোহাম্মদ সালাহমারওয়ান মোহসেন।

   

About

Popular Links

x