২৮ জনের প্রাথমিক দল থেকে ৫ জনকে বাদ রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে মিশর।
মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন কয়েক দিন আগে এক বিবৃতিতে জানায়, চোটের কারণে সালাহ তিন সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকবেন না নিশ্চিত করেছেন দলের চিকিৎসক মোহাম্মদ আবু উলা।
এই সময়ের মধ্যে মিশর ‘এ’ গ্রুপে উরুগুয়ে ও রাশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। তবে গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে দেখা যেতে পারে সালাহকে। আর নকআউটে আফ্রিকান দলটি উঠলে তো এই ফরোয়ার্ডের সুযোগটা হবে আরও বেশি।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে চোট পাওয়ার পর চিকিৎসা নিতে স্পেনের ভ্যালেন্সিয়া যান সালাহ। তারপর দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিলেও সেরে ওঠার জন্য পুরো দমে কাজ করে যাচ্ছেন তিনি।
১৫ জুন উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মিশর। তারপর রাশিয়া ও সৌদি আরবের মুখোমুখি হবে তারা।
মিশরের চূড়ান্ত দল:
গোলরক্ষক: এসাম এল হাদারি, শেরিফ একরামি, মোহাম্মদ এল শেনায়ি।
ডিফেন্ডার: আহমেদ ফাতে, আহমেদ এল মোহাম্মাদী, মোহাম্মদ আবদেল-শাফি, আহমেদ হেগাজি, ওমর গাবের, আলি গাবর, সাদ সামির, আয়মান আশরাফ, মাহমুদ হামদি।
মিডফিল্ডার: মোহাম্মদ এলনিনি, আবদুল্লাহ সাইদ, শিকাবালা, ত্রেজিগেত, রামাদান সোবাই, তারেক হামিদ, কাহরাবা, অমর মোরসি, মাহমুদ আবদেল আজিজ।
ফরোয়ার্ড: মোহাম্মদ সালাহ, মারওয়ান মোহসেন।