Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিরাট-আনুশকার ঘরে নতুন অতিথি!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবা হওয়ার খবর নিজেই জানিয়েছেন বিরাট কোহলি

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০৬:৩৫ পিএম

কন্যা সন্তানের বাবা হয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে মুম্বাইয়ে কন্যা সন্তান জন্ম দিয়েছেন বলিউড তারকা আনুশকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবা হওয়ার খবর নিজেই জানিয়েছেন বিরাট কোহলি।

তিনি লিখেন, “আজ বিকেলে আমাদের কন্যাসন্তান হয়েছে। আপনাদের সঙ্গে এই খবর ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি। অফুরন্ত ভালবাসা, প্রার্থনা এবং শুভেচ্ছার জন্য ধন্যবাদ সকলকে। আনুশকা এবং সন্তান দু’জনেই সুস্থ আছে। জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পারা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের। এই সময় আমাদের ব্যক্তিগত পরিসর জরুরি। আশাকরি আপনারা সেটাকে সম্মান জানাবেন। ভালবাসা নেবেন, বিরাট।”

এর আগেই, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই অ্যাডিলেডে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফেরেন কোহলি। 

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে চুপিসারে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড সুপারস্টার আনুশকা শর্মা।

তার পর গত বছর ২৭ আগস্ট সংসারে নতুন অতিথি আসছে বলে ইঙ্গিত দিয়ে ইনস্টাগ্রামে আনুশকা লেখেন, “আর তার পর আমরা দুই থেকে তিন হলাম। ২০২১-এর জানুয়ারিতেই আগমন ঘটছে।”

   

About

Popular Links

x