Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

১৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৭৫

শান্ত ৪ রান করলেও সৌম্য সরকার রানের খাতা না খুলেই ফিরে গিয়েছেন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৫৯ পিএম

মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের প্রথম তিন ওভারে সোম্য সরকার এবং নাজুল হোসেন শান্তর উইকেট হারিয়েছে বাংলাদেশ দল।

১০ ওভার পর ২ উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৪৪ রান

শ্যানন গ্যাব্রিয়েলের প্রথম ওভারে ওপেনার সৌম্য সরকার শর্ট মিড উইকেটে বল তুলে দিয়ে মুঠোবন্দী হয়েছেন কায়েল মেয়ার্সের। 

তৃতীয় ক্রমে ব্যাট করতে আসা শান্ত তৃতীয় ওভারে গ্যাব্রিয়েলের বলে গালি অঞ্চলে মুঠোবন্দী হয়ে ফিরে গেছেন সাজঘরে। একটি বাউন্ডারির মাধ্যমে তার সংগ্রহ ছিল ৪ রান। 

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৪২.২ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৪০৯ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ভাঙ্গন নিয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। তার ওভারে সকালের সেশনে মোহাম্মদ মিঠুন লেগ স্লিপ অঞ্চলে বোনারের উইকেট তালুবন্দী করেন। 

৭ টি বাউন্ডারি সহ ২০৯ বলে বোনারের সংগ্রহ চিল ৯০ রান।

পরবর্তী উইকেটে জশুয়া ডা সিলভা ৯২ এবং আলজারি জোসেফ ৮২ রানের স্কোর করলেও দুজনেই বহু কাংখিত শত রানে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।

আবু জায়েদ রাহি এবং তাইজুল ইসলাম দুজন ৪ টি করে উইকেট পেয়েছেন বাংলাদেশের পক্ষে।

ওয়েস্ট ইন্ডিজ ২২৩/৫ স্কোর নিয়ে দ্বিতীয় দিনের ইনিংস শুরু করে আজ এবং ১৮৬ রানে তাদের বাকি উইকেটের পতন ঘটে।

২য় টেস্টের ২য় দিন

বাংলাদেশ ১৯ ওভারে ৭৫/৪ (মুশফিকুর রহিম ৪*, মোহাম্মদ মিথুন ০*)

   

About

Popular Links

x