Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করছেন শাহীন আফ্রিদি

শহীদ আফ্রিদির পাঁচটি কন্যাসন্তান রয়েছে

আপডেট : ০৭ মার্চ ২০২১, ০৯:৫০ পিএম

একজন খেলেছেন পাকিস্তানের হয়ে, আরেকজন খেলছেন। দুজনের গোত্রের নামেও মিল। এ দুজন হলেন—শহীদ আফ্রিদি ও শাহীন আফ্রিদি। নতুন খবর হচ্ছে এই দুই খেলোয়াড় এবার যুক্ত হচ্ছে আত্মীয়তার সম্পর্কের বন্ধনে। 

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান জানায়, শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন পেসার শাহীন আফ্রিদি। সামাজিক যোগাযোগের মাধ্যমেও চাউর হয়েছে এ খবর। 

শহীদ আফ্রিদির পাঁচটি কন্যাসন্তান রয়েছে। তাদের নাম--আকসা, আনসা, আসমারা ও আরওয়া। সবার বড় মেয়েটি আকসাই শাহীন আফ্রিদির বধূ হতে যাচ্ছেন। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক পাকিস্তানি সাংবাদিকবলেন, “দুই পরিবারের সম্মতি নিয়ে আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। শাহীন আফ্রিদির সঙ্গে শহীদ আফ্রিদির মেয়ের বিয়ের খবর সত্যি। শহীদ আফ্রিদির মেয়ের পড়াশোনা শেষ হওয়ার পর দুজনের আনুষ্ঠানিক বাগদান সম্পন্ন হবে দুই বছরের মধ্যে।”

এদিকে বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করেছেন শাহীন আফ্রিদির বাবা আয়াজ খান। তিনি বলেন, দুই আফ্রিদি পরিবারের মাঝেই দীর্ঘদিনের সম্পর্ক। আর সে কারণেই শহীদ আফ্রিদি বিয়ের প্রস্তাবটি গ্রহণ করেছেন।

About

Popular Links