Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

আইপিএল খেলতে ভারতে গেলেন সাকিব

শনিবার (২৭ মার্চ) সকাল ১০টা নাগাদ কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা ছাড়েন তিনি

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০১:৩১ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর খেলতে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সাকিব আল হাসান। 

শনিবার (২৭ মার্চ) সকাল ১০টা নাগাদ কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা ছাড়েন তিনি।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকফ্রেঞ্জিকে একটি বিশেষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

ক্রিকফ্রেঞ্জির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মুম্বাইয়ে পৌঁছে প্রথমে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এরপর দলীয় অনুশীলন যোগ দেবেন তিনি।

২৮ মার্চ আইপিএল খেলতে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও একদিন আগেই ভারতের উদ্দেশে রওনা হলেন তিনি। গত সোমবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে গণমাধ্যমকে এড়িয়ে যান তিনি। 

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গতকাল একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এছাড়া আইপিএলকে সামনে রেখে ২৪ মার্চ মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন সাকিব। 

   

About

Popular Links

x