Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাজঘরে লিটন-মাশরাফি, ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ

৪২তম ওভারে বাংলাদেশের স্কোর ১৯৬/৭।

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩২ পিএম

১২১ রানে আউট হলেন লিটন দাস। ৪১তম ওভারে বাংলাদেশের স্কোর তখন ১৮৮। চমৎকার সমর্থন দিয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মিরাজ। তার বিদায়ে বাংলাদেশের স্কোর ছিল ২১ ওভারে ১ উইকেটে ১২০।

শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজের সঙ্গে লিটন দাসের উদ্বোধনী জুটিতে এসেছে ১২০ রান। মিরাজের বিদায়ের পর মাঠে নামেন ইমরুল কায়েস। কিন্তু ২ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর মাঠে নামেন মুশফিক। 

কিন্তু ৯ বলে ৫ রান করে উইকেট হারান তিনিও। চতুর্থতে মাঠে নেমে বেশ দ্রুতই সাজঘরে ফেরেন মিথুন। এরপর মাঠে নামেন মাহমুদুল্লাহ। এ সময় ৮৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। ওয়ানডে ম্যাচে এটিই তার প্রথম সেঞ্চুরি।

কিন্তু ৩২তম ওভারে ২ বলের মাথায় সাজঘরে ফেরেন তিনি। এ সময় মাহমুদুল্লাহর সংগ্রহ ছিল ১৬ বলে চার রান। 

৪২তম ওভারে বাংলাদেশের স্কোর ১৯৬/৭। এরপর মাঠে নামনে অধিনায়ক মাশরাফি, কিন্তু ৯ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন তিনিও। 

এখন মাঠে সৌম্য সরকার ও নাজমুল ইসলাম। সৌম্য সরকারের সংগ্রহ ৩১ বলে ১৯ রান। ৪২ ওভার ৫ বলের মাথায় প্রতি ওভারে গড়ে বাংলাদেশের রান ৪ দশমিক ৫৮। 


   

About

Popular Links

x