Tuesday, July 08, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ০৯:৫৪ পিএম

সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা।

ইউএনবি বরাতে জানা গেছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। 

খেলার প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে লাল-সবুজের কিশোরীরা। ম্যাচে বাংলাদেশের পক্ষে একটি করে গোল করে সানজিদা, স্বপ্না, কৃষ্ণা ও শামসুন্নাহার।

গত ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের সঙ্গী ছিল নেপাল ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে পরাজিত করে বাংলাদেশ। পরের ম্যাচে নেপালকে হারায় ২-১ গোলে।

টুর্নামেন্টের অপর সেমিফাইনালে ভারতের সাথে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নেপাল। 

প্রথমবারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে আগামী ৭ অক্টোবর হবে ফাইনাল ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।


   
Banner

About

Popular Links

x