জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরে আসছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পারিবারিক কারণে আজই (বুধবার) ঢাকা ফিরে আসছেন তিনি।
মুশফিকের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি অনুরোধ করেছে, এই মুহূর্তে মুশফিক ও তার পরিবারের প্রতি সবাই শ্রদ্ধাশীল আচরণ করবে।
আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে যথাক্রমে ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে।