মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ১২৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকে মনে হয়নি অজিরা হুমকি হয়ে দাঁড়াতে পারবে।
শুক্রবার (৬ আগস্ট) মিরপুরে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। সেটাও নিজেদের ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪৭ বলে ৫১ রান করেন মিচেল মার্শ এবং বেন ম্যাকডারমট ৪১ বলে করেন ৩৫ রান। শেষ দিকে অ্যালেক্স ক্যারি (২০) ও ড্যান ক্রিস্টিয়ান মিলে (৭) রানের ব্যবধানই কমান মাত্র। অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ১১৭ রান। ২৯ রানে দুটি উইকেট নেন শরিফুল, ১৯ রানে একটি উইকেট নেন নাসুম আহমেদ এবং ২২ রানে নেন সাকিব আল হাসান।