Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

চলে গেলেন কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলার

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০৬:১০ পিএম

জার্মানি ও বায়ার্ন মিউনিখ কিংবদন্তি স্ট্রাইকার গার্ড মুলার রবিবার (১৫ আগস্ট) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বায়ার্ন মিউনিখ এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

জার্মান ক্লাবটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, "রবিবার ৭৫ বছর বয়সে গার্ড মুলারের মৃত্যুতে জার্মানির রেকর্ড চ্যাম্পিয়ন ক্লাব ও ক্লাবের সমর্থকরা গভীরভাবে শোকাহত।"

বায়ার্ন মিউনিখের হয়ে ৬০৭ ম্যাচে ৫৬৬ গোল করেন গার্ড মুলার। খেলোয়াড়ি জীবনে তিনি বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন। ৩৬৫ গোল নিয়ে তিনি বুন্দেসলিগার সর্বকালের সসর্বোচ্চ গোলদাতা। এছাড়া, জাতীয় দল জার্মানির হয়ে ৬২ ম্যাচে ৬৮ গোল করেছিলেন এই জার্মান ফরোয়ার্ড।


About

Popular Links