মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে মহিলা এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। কুয়ালালামপুরে শনিবার নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকদের ৭০ রানে হারিয়েছে সালমা খাতুনরা। এটি এই এশিয়া কাপে তাদের চতুর্থ টানা জয়।
প্রথমে ব্যাট করে শামিমা ও আয়েশায় ৫৯ রানের ওপেনিং পার্টনারশিপের উপর ভর করে বাংলাদেশ ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে শামিমা সুলতানা করেন ৪৩ রান। আয়েশা রহমান আউট হন ৩১ রানে। এছাড়া শেষ দিকে ১২ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন ফাহিমা খাতুন।
জবাবে মালয়েশিয়া ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত তারা ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে ৬০ রান তোলেন। বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ নিয়েছেন ৩ উইকেট।
রবিবারের ফাইনালে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ভারত।