Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

আর্সেনালই ওডেগার্ডের পরবর্তী গন্তব্য

৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিয়ের বিনিময়ে নরওয়ের মিডফিল্ডারকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি রয়েছে ইংলিশ ক্লাবটি

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০৮:২৩ পিএম

রিয়াল মাদ্রিদ ছেড়ে আর্সেনালে যোগ দিতে যাচ্ছেন মার্টিন ওডেগার্ড। বিভিন্ন ইউরোপীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিয়ের বিনিময়ে নরওয়ের মিডফিল্ডারকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি রয়েছে ইংলিশ ক্লাবটি।

গত মৌসুমের শীতকালীন দলবদলে রিয়াল মাদ্রিদ থেকে ৬ মাসের জন্যে লোনে লন্ডনের ক্লাবটিতে ধারে খেলেছিলেন ওডেগার্ড। ২০ ম্যাচে মাত্র ২ গোল করলেও আর্সেনাল কোচকে নিজের পারফরম্যান্স নিয়ে মুগ্ধ করেছেন ২২ বছর বয়সী মিডফিল্ডার। তাই নতুন কোচ কার্লো অ্যানচেলত্তির অধীনে ওডেগার্ড রিয়ালে নিজের জায়গা পাকাপোক্ত করার লক্ষ্যে থাকলেও তাকে স্থায়ীঈভাবে নিজেদের দলে টানার ব্যাপারে বেশি আগ্রহী গানাররা।

চলমান মৌসুমে ইতিমধ্যেই বেন হোয়াইট, নুনো তাভারেস ও আলবার্ট সাম্বি লোকোংগাকে দলে এনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

২০১৫ সালের জানুয়ারিতে তরুণ প্রতিভা হিসেবে মাত্র ১৬ বছর বয়সে রিয়ালে এসেছিলেন মার্টিন ওডেগার্ড। সে বছর লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর বদলি হিসেবে ১৬ বছর ১৫৭ দিন বয়সে মাঠে নেমে রিয়ালের ক্লাব ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মূল দলে অভিষেকের রেকর্ড করেন ওডেগার্ড। তারপর রিয়ালের দুই বছর খেললেও স্প্যানিশ ক্লাবটিতে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি এই নরওয়ের এই মিডফিল্ডার। গত ৬ বছরে আর্সেনাল ছাড়াও হেরেনভিন, ভিতেসে, রিয়াল সোসিয়েদাদে লোনে খেলেন ওডেগার্ড।

   

About

Popular Links

x