Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিধ্বংসী বায়ার্নের সঙ্গে আবার দেখা হচ্ছে বার্সার

নিজেদের সর্বশেষ ম্যাচে ব্রেমার এসভিকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছে ব্যাভারিয়ানরা

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১১:১২ পিএম

বায়ার্ন মিউনিখ! জার্মান জায়ান্টরা যেন এক মূর্তিমান আতঙ্কের নাম। প্রতিপক্ষকে এতটুকু ছাড় দিতে নারাজ তারা। নিজেদের সর্বশেষ ম্যাচে ব্রেমার এসভিকে ১২-০ গোলে বিধ্বস্ত করেছে ব্যাভারিয়ানরা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের সঙ্গে দুঃসহ স্মৃতি রয়েছে বার্সেলোনারও। ৮-২ গোলের দগদগে ঘা এখনও ঘোচেনি কি-না!

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় রাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মৌসুমের ড্র-তে আবার একই গ্রুপে পড়েছে বার্সেলোনা-বায়ার্ন। গ্রুপ “ই”-তে দেখা হচ্ছে তাদের।


আরও পড়ুন- ১২-০: এতোটা নিষ্ঠুর বায়ার্নকে দেখেনি বার্সেলোনাও!


এছাড়া, প্যারিস সেন্ট জার্মেই আর ম্যানচেস্টার সিটি পড়েছে একই গ্রুপে। রিয়াল মাদ্রিদ গতবারের মতো এবারও গ্রুপ পর্বে পাচ্ছে ইন্টার মিলানকে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হতে যাচ্ছে-

গ্রুপ “এ”: ম্যানচেস্টার সিটি, পিএসজি, আরবি লিপজিগ

গ্রুপ “বি”: অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো

গ্রুপ “সি”: স্পোর্টিং সিপি, বরুশিয়া ডর্টমুন্ড

গ্রুপ “ডি”: ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক

গ্রুপ “ই”: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা

গ্রুপ “এফ”: ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আটালান্টা

গ্রুপ “জি”: লিলি, সেভিয়া, সালজবার্গ,

গ্রুপ “এইচ”: চেলসি, জুভেন্টাস, জেনিথ

   

About

Popular Links

x