Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

আসছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক

সৌরভ গাঙ্গুলীই প্রথম বাঙালি যার জীবদ্দশায় তাকে নিয়ে বায়োপিক নির্মিত হতে চলেছে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০২:২৫ পিএম

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির বায়োপিক কবে আসবে তা নিয়ে অনেকদিন ধরেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। অবশেষে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঘোষণা করা হলো বলিউডের সেলুলয়েডের ফিতায় খুব শিগগিরই আসতে যাচ্ছে গাঙ্গুলীর বায়োপিক।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সৌরভ গাঙ্গুলি নিজেই টুইট করে এ কথা নিশ্চিত করেন।

সৌরভের বায়োপিক প্রযোজনা করবে লভ ফিল্মস এবং এ ছবির পরিচালনায় থাকার সম্ভাবনা রয়েছে লভ রঞ্জনের। তবে ছবিটির মুক্তির তারিখ এখনও প্রকাশ করা হয়নি।

বড় পর্দায় দাদার ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদিও রণবীর কাপুর ও হৃতিক রোশনের নাম শোনা যাচ্ছে।

সৌরভ গাঙ্গুলীই প্রথম বাঙালি যার জীবদ্দশায় তাকে নিয়ে বায়োপিক নির্মিত হতে চলেছে।

সৌরভ গাঙ্গুলীর আগে বলিউডে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন, হকি খেলোয়াড় সন্দীপ সিং, সাইনা নেহওয়াল, অ্যাথলেট মিলখা সিংসহ অনেক ক্রীড়াবিদকে নিয়ে বায়োপিক তৈরি হয়েছে।

ভারতের হয়ে টেস্টে ১১৩ ম্যাচ খেলে এবং ৭,২১২ রান করেছিলেন এবং ওয়ানডেতে ৩১১ ম্যাচ খেলে ১১,৩৬৩ রান করেন সৌরভ গাঙ্গুলী। তিনি ভারতের অন্যতম সফল অধিনায়কও ছিলেন। তার নেতৃত্বে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে উঠে ভারত। এছাড়া, নিজ নেতৃত্বগুণে টেস্ট ক্রিকেটেও ভারতকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি।

   

About

Popular Links

x