Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

তৃতীয় ওয়ানডে ম্যাচে দলে যুক্ত হচ্ছেন সৌম্য সরকার

গত পাঁচ ওয়ানডে ম্যাচে সাকুল্যে ৪৪ রান করলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০২ বলে ১১৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার সুবাদে তাকে মাঝপথে সংযুক্ত করা হয়েছে

আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ০৫:০৯ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে দলে যুক্ত হয়েছে ব্যাটসম্যান সৌম্য সরকারের নাম।

আগামী শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।


আজ বুধবার বন্দর নগরী চট্টগ্রামে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

গত পাঁচ ওয়ানডে ম্যাচে সাকুল্যে ৪৪ রান করলেও জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১০২ বলে ১১৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার সুবাদে তাকে মাঝপথে সংযুক্ত করা হয়েছে।


About

Popular Links