Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

এক সাবিনাতেই নাকাল হংকং!

সাবিনা পুরুষ-নারী নির্বিশেষে বাংলাদেশের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক গোলের রেকর্ডের অধিকারী

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:২২ পিএম

হংকংয়ের নারী দলের বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। 

রবিবার (২৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানের জার অ্যাকাডেমি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অধিনায়ক সাবিনা খাতুন একাই চার গোল করে হংকং ফুটবল অ্যাসোসিয়েশন দলকে হারিয়ে দেন। 

নারী ফুটবল দলের ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশ ১৩৭তম স্থানে এবং হংকং ৭৬তম স্থানে রয়েছে। 

আগে গত ১৯ ও ২২ সেপ্টেম্বর জর্ডান এবং ইরানের বিপক্ষে ৫-০ গোলে দুটি ম্যাচ হেরে বাংলাদেশ ২০২২ এএফসি উইমেনস এশিয়ান কাপের খেলার যোগ্যতা হারিয়েছিল। তাই প্রীতি ম্যাচ হলেও হংকং-এর বিপরীতে এই জয় “লাল-সবুজ কন্যা”দের নতুনভাবে উৎসাহিত করছে। 

বসুন্ধরা কিংসের খেলোয়াড় ২৭ বছর বয়সী খেলোয়াড় সাবিনা ঘরোয়া লিগে যে চমৎকার ফর্মে ছিলেন তা খেলার ৪৩তম মিনিটে প্রথম গোল করেই জানিয়ে দেন।

উদ্বোধনী গোলের পর থেকে ম্যাচের বাকি সময়ে প্রতিপক্ষের পাশাপাশি সাবিনার খেলা দর্শকদেরও নজর কেড়েছে। 

সাবিনা পুরুষ-নারী নির্বিশেষে বাংলাদেশের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক গোলের (১৮টি) রেকর্ড করেছেন।

ম্যাচের ৫৩তম মিনিটে দুই গোল করেন সাবিনা। চার মিনিট পরে তুলে নেন হ্যাট্রিক। ৮৫তম মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন তিনি। ১৮ মিনিটে ম্যাচের আরেকটি গোল করেন তহুরা খাতুন।

   

About

Popular Links

x