চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। তুলনামূলক কম শক্তিশালী দল শেরিফের কাছে ২-১ গোলে হেরে গিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের বড় অংশ জুড়ে রিয়ালের প্রাধান্য ছিল। তাদের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে মলদোভিয়ান ক্লাবটিকে। ৭৫ ভাগ বল দখলে রেখে রিয়াল মাদ্রিদ দাপট দেখিয়েছে। কিন্তু শেরিফ তিরাসপল তাদের আক্রমণ রুখে দিয়ে সুযোগ পেয়েই লক্ষ্যভেদ করেছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২৫ মিনিটে বা প্রান্ত থেকে ক্রিস্তিয়ানোর ক্রসে ইয়াসিবোয়েভের গোলে এগিয়ে যায় শেরিফ।
৬৫ মিনিটে ভিনিসিয়াসকে বাধা দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। করিম বেনজেমা লক্ষ্যভেদ করে স্কোরলাইন ১-১ করেন।
৮৯ মিনিটে লুক্সেমবার্গের মিডফিল্ডার থিল দলকে মূল্যবান জয় এনে দেন। ট্রাওরের পাসে বক্সের বাইরে থেকে হাফ ভলিতে জাল কাঁপান এই মিডফিল্ডার। গোলকিপার কোর্তোয়া কিছুই করতে পারেননি।
টানা দুই জয়ে তাদের পয়েন্ট ৬। রিয়ালের প্রথম হারে আগের ৩ পয়েন্ট নিয়ে থাকতে হচ্ছে।