জয় দিয়ে মালদ্বীপে চলমান দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার (১ অক্টোবর) মালেতে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে মোহাম্মদ ইব্রাহিমের উদ্দেশ্যে বিপলু আহমেদের করা ক্রসটি ডি-বক্সে শ্রীলঙ্কান ডিফেন্ডার ডাকসন পুস্লাস অবৈধভাবে হাত দিয়ে বাধা দিলে পুস্লাস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সঙ্গে পেনাল্টি পায় বাংলাদেশ। পেনাল্টি থেকে ম্যাচের ৫৪ মিনিটে তপু বর্মণ ম্যাচের একমাত্র গোলটি করেন। ওই গোলেই ১০ জনের দলে পরিণত হওয়া লঙ্কানদের পরাজিত করে লাল-সবুজ বাহিনী।
আগামী সোমবার (৪ অক্টোবর) একই ভেন্যুতে নিজেদের পরবর্তী ম্যাচে সাফের সফলতম দল এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।