Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করে রেটিংয়ে এগোলো বাংলাদেশ

সিরিজের সবগুলো ম্যাচ জিতে যাওয়ায় ১ রেটিং পয়েন্ট অর্জন করেছে টাইগাররা। ফলে ৯৩ রেটিং নিয়ে সপ্তম স্থানেই রয়েছে বাংলাদেশ

আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১০:২৩ পিএম

জিম্বাবুয়েকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করায় আইসিসি ওয়ানডে র‍্যাংকিং-এ ১ রেটিং বেড়েছে বাংলাদেশের। তবে আগের অবস্থান, সপ্তমেই রয়েছে টাইগাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের রেটিং ছিলো ৯২। সিরিজের সবগুলো ম্যাচ জিতে যাওয়ায় ১ রেটিং পয়েন্ট অর্জন করেছে টাইগাররা। ফলে ৯৩ রেটিং নিয়ে সপ্তম স্থানেই রয়েছে বাংলাদেশ।

র‍্যাংকিং-এ সবার উপরে আছে ইংল্যান্ড। ১২৬ রেটিং তাদের। ১২২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। তৃতীয়স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১১২। 

আইসিসি ওয়ানডে র‍্যাংকিং: 

র‍্যাংকিং

দেশ

রেটিং পয়েন্ট

ইংল্যান্ড

১২৬

ভারত

১২২

নিউজিল্যান্ড

১১২

দক্ষিণ আফ্রিকা

১১০

পাকিস্তান

১০১

অস্ট্রেলিয়া

১০০

বাংলাদেশ

৯৩

শ্রীলংকা

৭৯

ওয়েস্ট ইন্ডিজ

৭০

১০

আফগানিস্তান

৬৭

১১

জিম্বাবুয়ে      

৫২

১২

আয়ারল্যান্ড

৩৯

১৩

স্কটল্যান্ড

৩৩

১৪

সংযুক্ত আরব আমিরাত

২১

About

Popular Links